ঢাকা, বাংলাদেশ

রোববার, , ০৬ জুলাই ২০২৫

English

লাইফস্টাইল

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ পেলেন চার কীর্তি নারী

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ পেলেন চার কীর্তি নারী

সংগৃহীত ছবি

অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ পেলেন চার কীর্তি নারী। তাদের মধ্যে কীর্তিমতী সাংবাদিক ২০২৪ সম্মাননা পেয়েছেন জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং নানা সেক্টরের দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা  । কীর্তিমতী হিতৈষী ২০২৪ সম্মাননা পেয়েছেন পরিচয়-সংকটে থাকা একঝাঁক শিশুকে শিক্ষা ও জীবনবোধের আলোয় স্বনির্ভর করে তুলতে নিরলস কাজ করে যাওয়া হাজেরা বেগম  ।


 পার্বত্য অঞ্চলে বনায়ন ও নার্সারি সম্পর্কিত নানা কার্যক্রমের মাধ্যমে দুই লাখেরও বেশি মানুষের জীবন বদলে দেওয়া কক্সবাজারের সবুজ উদোক্তার জাহানারা ইসলাম এবং  কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২৪ সম্মাননা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদকজয়ী, কারাতে ২য় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক্ষক  নাইমা খাতুন। 
 
আজ শুক্রবার  (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী বনানীর শেরাটন হোটেলে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’র আয়োজনে সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা চার কীর্তিমতী নারীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন  সম্মানিত অতিথিবৃন্দ।
দেশজুড়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী দিবসের প্রতিপাদ্য— ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক ভাবনার প্রতিফলন ছিলো রাঁধুনী কীর্তিমতী সম্মাননার এবারের আয়োজনে।
নারীর ক্ষমতায়নই উন্নয়নের চালিকাশক্তি! অধিকার, সমতা ও ক্ষমতায়নের পথ ধরে সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী চার নারীর অসামান্য অর্জনকে সম্মান জানিয়েছে। 
  ‘রাঁধুনী’-র আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা।  এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, গুটিপা-র ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন।
 স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা  মোঃ পারভেজ সাইফুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন  ‘এখন টিভি’-র সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ইনোভেশন ফর ওয়েল বিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন  মনিরা রহমান, জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ উইমেন’স উইং হাবিবুল বাশার সুমন এবং বরেণ্য চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক  অঞ্জন চৌধুরী, প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান  ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
 পূজা সেনগুপ্ত ও তার দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। ২০২৫ সালে বছরব্যাপী স্কয়ার গ্রুপের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হচ্ছে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রবাদপ্রতিম শিল্পব্যক্তিত্ব প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী। তাই রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ আয়োজনের প্রথমভাগে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কিংবদন্তী এই শিল্পব্যক্তিত্ব ও তাঁর অনুকরণীয় আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। 
 
  পারভেজ সাইফুল ইসলাম বলেন, “নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অধিকার ও ক্ষমতায়নের মাধ্যমে নারীরা যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তখনই সমাজ এগিয়ে যায়।” 
 'হাজেরা বেগমের রাজধানীর আদাবরে  নিজ হাতে গড়ে তোলা 'শিশুদের জন্য আমরা' সংগঠন এক মমতাময় আশ্রয়স্থল। শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি এইচআইভি-এইডস নিরোধ কার্যক্রমেও রাখছেন সাহসী ভূমিকা। পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।
পুরস্কার বিতরণ শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির রহমান। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটি ধারণকৃত অংশ ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

//এল//

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

‘মোটা না চিকন’ দেখতে ছাত্রীকে ভিডিও কল দেওয়া সেই শিক্ষক বরখাস্ত

১২ দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করলেন ট্রাম্প

প্রথমার্ধেই ৭ গোল দিল আফিঈদা-ঋতুপর্ণারা

 কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬

‘পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে’

ওয়ানডে সিরিজ: বাংলাদেশের ২৪৮ রান সংগ্রহ

গাজায় ’ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরায়েলি সেনা নিহত

ভারতের বাংলাদেশ সফর পেছাল ১৩ মাস

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ২৯৪ জন নতুন আক্রান্ত

জঙ্গি তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতার ঘোষণা বাংলাদেশের

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল: ৭০,৮০০ একর পুড়ে ছাই

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকিং সিস্টেমে প্রভাবের শঙ্কা