ঢাকা, বাংলাদেশ

রোববার, , ০৬ জুলাই ২০২৫

English

লাইফস্টাইল

কবে, কীভাবে শুরু হলো প্রোপজ ডে জানেন কি?

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

কবে, কীভাবে শুরু হলো প্রোপজ ডে জানেন কি?

সংগৃহীত ছবি

বছরের অন্যান্য দিনগুলো সবার জন্য হলেও ফেব্রুয়ারির এই কয়েকটা দিন বোধহয় প্রেমিক-প্রেমিকার জন্য বরাদ্দ। বসন্তের এই সময়ের সঙ্গেই জড়িয়ে আছে ভ্যালেন্টাইনস উইক। সাতদিনের দ্বিতীয় দিনটি প্রোপোজ ডে। অর্থাৎ ভালোবাসার প্রস্তাব জানানোর দিন।

অনেকদিন ধরে ভেবেও প্রোপজ করার সাহস করে উঠতে পারেননি, আজ তাদের দিন। ভালোবাসার প্রস্তাব করেই ফেলুন প্রিয় মানুষটিকে। কিন্তু জানেন কি? কীভাবে এলো প্রোপোজ ডে? যদিও এর কোনো নির্দিষ্ট ইতিহাস নেই। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান আর্চডিউকের প্রপোজালকে এমন প্রেম প্রস্তাব বলে মনে করা হয় যা আজও ইতিহাস স্মরণে রেখেছে।

মনে করা হয়, এটিই প্রথম প্রোপোজাল যার উল্লেখ ইতিহাসে পাওয়া যায়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অব বার্গ্যান্ডিকে প্রপোজ করেন। তবে তা খালি হাতে নয়, একটি হিরার আংটি পরিয়ে তাকে প্রোপোজ করেন তিনি।

এখন ভ্যালেন্টাইনস উইকের আগে বিশেষ এই দিন পালন করা হয়। তবে ১৪৭৭ খ্রিষ্টাব্দে ভ্যালেন্টাইনস ডে’র সঙ্গে এই দিনের যোগাযোগ ছিল না। আশ্চর্যের কথা, তখনকার সময় হিরার আংটি উপহার দেওয়ার চল ছিল না। এমনকি বিয়ের প্রস্তাবে অর্থাৎ এনগেজমেন্টেরও চল না।


প্রেমের প্রস্তাব জানানোর পর অন্য উপহার দেওয়ার রীতি ছিল। উপহার হিসেবে গবাদি পশু যেমন দুগ্ধবতী গাভী উপহার দেওয়ার চল ছিল। অস্ট্রিয়ান আর্চডিউক সেদিক থেকে সত্যিকারের ইতিহাস গড়েন।

অন্যদিকে হাঁটু গেড়ে বসে প্রোপজ করার চল কোথা থেকে এলো জানেন কি? জানা যায়, ইংরেজি ছবি ‘সেভেন চান্সেস’-এর কমিক চরিত্র বাস্টার কীটন ছবির নায়িকাকে এভাবেই হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল। আসলে প্রিয় মানুষটির প্রতি আবেগ ও অনুভূতি বোঝাতে হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল বাস্টার। তাই এই অঙ্গভঙ্গি করেছিল যা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এই চলচ্চিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে এই ছবির দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েই ইউরোপ জুড়ে এই রীতি প্রচলিত হয়। অবশ্য এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। তবুও এই চলচ্চিত্রের প্রেমের রসায়ন মনে ধরেছিল বিশ্ববাসীর।


এছাড়াও বলা হয়, ১৮১৬ সালের আরেকটি ঘটনা রয়েছে যা আজকের এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে। রাজকন্যা শার্লটের সঙ্গে তার হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে।

//এল//

ঢাকায় কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

‘আমি পাঁচ বছরের মধ্যে মা হতে চাই’, জায়েদ খানকে তিশা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

 নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

টেক্সাসে ভয়াবহ বন্যায় ১৫ শিশুসহ ৪৩ জনের মৃত্যু

সমতায় ফিরল বাংলাদেশ

‘যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায়’

‘১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে’

আজ পবিত্র আশুরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

‘মোটা না চিকন’ দেখতে ছাত্রীকে ভিডিও কল দেওয়া সেই শিক্ষক বরখাস্ত

১২ দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করলেন ট্রাম্প

প্রথমার্ধেই ৭ গোল দিল আফিঈদা-ঋতুপর্ণারা

 কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু