ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ জুলাই ২০২৫

English

লাইফস্টাইল

জেনে নিন পেয়ারার নানান উপকারীতা

প্রকাশিত: ১৩:১৭, ৮ আগস্ট ২০২৪

জেনে নিন পেয়ারার নানান উপকারীতা

সংগৃহীত ছবি

আপনি যদি দ্রুত ওজন কমাতে চান তবে সকলের পরিচিত একটি ফল খান। এই ফলটি পাবেন হাতের নাগালে। দামও সাধ্যের মধ্যেই। এই ফলটির নাম পেয়ারা। জানুন পেয়ারা খেয়ে কীভাবে ওজন কমাতে পারবেন। 

পেয়ারায় ওজন কমবে তরতরিয়ে​

​হেলথলাইন জানাচ্ছে, একটা গোটা পেয়ারায় মাত্র ৩৭ ক্যালোরি থাকে। সেই সঙ্গে এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে যে ওজন কমবে, তা তো বলাই বাহুল্য!


শুধু তাই নয়, এতে মজুত কিছু উপাদানের গুণে বাড়ে বিপাকের হার। আর সেই কারণেও দ্রুত ওজন কমে। তাই আপনার ওয়েট লস ডায়েটে অবশ্যই পেয়ারার মতো একটি উপকারী ফলকে জায়গা করে দিন। তাতেই লাভ পাবেন হাতেনাতে।


​দিনে কয়টা পেয়ারা খাবেন?​

ওজনকে বশে রাখতে চাইলে দিনে ১টা বা ২টা পেয়ারা খেতে পারেন। আর চেষ্টা করুন ছালসহ এই ফল খাওয়ার। তাতেই শরীরে প্রবেশ করবে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। যার ফলে ওজন কমবে। তবে কোনও মতেই এই ফলের জুস পান করা চলবে না। তাতে উপকার তো মিলবেই না। উল্টে শরীর ও স্বাস্থ্যের বড়সড় ক্ষতি হয়ে যাবে।


পেটের সমস্যা বিদায় নেবে​

আমাদের মধ্যে অনেকেই পেটের সমস্যা নিয়ে গোটা বছর ভীষণ ভোগেন। তারপরও এর থেকে মুক্তির উপায় খুঁজে পান না। যদিও ভালো খবর হল, নিয়মিত পেয়ারা খেলে অনায়াসে পেটের সমস্যা থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। কারণ, এতে উপস্থিত ফাইবার অন্ত্রের জন্য সেরার সেরা। আর কোলোন সুস্থ-সবল থাকলে যে অনায়াসে পেটের অসুখ থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা ঝটপট পেয়ারাকে ডায়েটে জায়গা করে দিন।

​ফিরবে হার্টের হাল​

আজকাল কম বয়সেই অনেকে হার্টের অসুখের ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছেন। তাই একদম ছোট থেকেই এই অঙ্গের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


এক্ষেত্রে নিয়মিত পেয়ারা খেলে খুব সহজেই হার্টের অসুখের থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। কারণ, এই ফলে উপস্থিত ফাইবার কোলেস্টেরলকে বশে রাখে। আর এতে মজুত পটাশিয়াম প্রেশার কমায়। যেই কারণে পেয়ারা খেলে হৃদরোগ কাছে ঘেঁষার সুযোগ পায় না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

​কমবে সুগার​

ডায়াবেটিসের মতো একটি অসুখকে বাগে রাখা জরুরি। আর সেই কাজেও আপনার হাতের পাঁচ হতে পারে পেয়ারা। আসলে এই ফল শরীরে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে পারে। যেই কারণে হ্রাস পায় সুগার। শুধু তাই নয়, এতে মজুত ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রাকে খুব একটা বাড়তে দেয় না। তাই ডায়াবিটিসে ভুক্তভোগীরা নিয়মিত কাঁচা পেয়ারা খেতে ভুলবেন না যেন! আশা করছি, এই সামান্য নিয়মটা মেনে চললেই উপকার পাবেন হাতেনাতে।
 

//এল//

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

মিরপুর পাখির হাটে অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার

বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না, সরকারকে মির্জা আব্বাস

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় শাস্তির দাবি 

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল

বাংলাদেশের মতো এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত কোথাও দেখিনি: লরেন

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ 

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪৭৫

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস

আজ মিলবে ফ্রি ইন্টারনেট, পাবেন যেভাবে

রাবি মেডিকেলের নাম ‌‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা

চড়া সবজির বাজার, কমেনি মরিচের দামও