ঢাকা, বাংলাদেশ

বুধবার, অগ্রহায়ণ ১৯ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪

English

লাইফস্টাইল

এই ৫ ধরনের পুরুষদের অপছন্দ করেন নারীরা

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:২২, ১৩ জুলাই ২০২৪

এই ৫ ধরনের পুরুষদের অপছন্দ করেন নারীরা

সংগৃহীত ছবি

পুরুষদের এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যা নারীদের অপছন্দ। এসব পুরুষরা নারীদের দু চোখের বিষ! এদের সঙ্গে ভাব-ভালোবাসা তো দূরে থাক, এড়িয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ  করেন নারীরা। ভাবছেন নিশ্চয়ই, কাদের কাদের থেকে দূরে থাকেন নারীরা? আসুন জেনে নেওয়া যাক।

​স্বার্থপর পুরুষ


নারীরা সাধারণত নিজের জন্য এমন একজন পুরুষকে চান, যিনি তার জন্য সবকিছু করতে রাজি থাকবেন। তবে অনেক পুরুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে অন্যদের কথা ভাবার তাদের আর কোনও জায়গা থাকে না। আর এমন পুরুষদেরই এড়িয়ে চলেন নারীরা। তাই আপনারও যদি সব সময় নিজের স্বার্থ দেখে চলার অভ্যাস থাকে, তাহলে শুধরে যান। চেষ্টা করুন নিজের পরিবারের, নিজের বন্ধুবান্ধবদের জন্য একটু স্বার্থত্যাগ করার। আশা করছি, তাহলেই নারীদের মন পাবেন।

 

মিথ্যাবাদী পুরুষ

অনেকে কারণে-অকারণে মিথ্যে বলেন। আর সেই সুবাদে পরিবারের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলে তাদের মিথ্যুক বলে পরিচিতি তৈরি হয়। যার ফলে কোনো নারী আর তাদের কাছে ঘেঁষতে চান না। তাই আপনারও যদি এমন দুর্নাম থাকে, তাহলে আজ থেকেই নিজের ভুল শুধরানোর কাজে লেগে পড়ুন। এক্ষেত্রে খুব প্রয়োজন না পড়লে মিথ্যে বলবেন না। ব্যস, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দুর্নাম ঘুচবে। তারপর পছন্দের নারী আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন।

 

যেসব পুরুষের অনেক নারী সঙ্গ লাগে

কিছু কিছু পুরুষ আবার একই সময়ে অনেকের সঙ্গে প্রেমলীলায় ব্যস্ত থাকেন। আর তাদের এই বদভ্যাস যখন নারী মহলের সামনে চলে আসে, তখন তারা সমবেতভাবে সেই পুরুষকে বয়কট করেন। তাই আপনার মধ্যেও যদি এই বদভ্যাস থাকে, তাহলে আজ থেকেই নিজেকে শুধরে নেওয়ার কাজে লেগে পড়ুন। সবদিক থেকে চোখ সরিয়ে শুধু একজনকে ভালোবাসার চেষ্টা করুন। তাহলেই দেখবেন গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

 

বেশি কথা বলা পুরুষ

অনেক পুরুষের জ্ঞানের শেষ নেই। তারা সময় পেলেই মন খুলে জ্ঞান দিতে শুরু করে দেন। তাই পরিচিতদের মধ্যে তাদের নাম দাঁড়ায় সবজান্তা। আর এমন পুরুষদের থেকে শতহস্ত দূরে থাকেন নারীরা। তাই আপনারও যদি কথায় কথায় জ্ঞান দেওয়ার অভ্যাস থাকে, তাহলে একটু চুপ করে যান। নিজের জ্ঞান নিজের মধ্যেই সঞ্চিত রাখুন। তাহলেই দেখবেন নারীরা আপনার দিকে আকৃষ্ট হবেন। তাই আজ থেকেই নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়ুন।

নেশাতেই সব শেষ​

আজকাল অনেকের কাছেই নেশাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই তাঁরা নিয়মিত নেশা করেন। আর এমনতর পুরুষকে দেখলেই ভয় পেয়ে যান নারীরা। তারা এদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে চান। তাই প্রেমের জোয়ারে ভাসতে চাইলে নেশার ফাঁদ কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসুন। এই কাজটা করলেই কিন্তু পছন্দের মহিলার মন পাবেন। এমনকি আপনার শরীর ও স্বাস্থ্যের হালও ফিরবে।

মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি

রপ্তানি আয়ে সুখবর, আশা জাগাচ্ছে হোমটেক্সটাইল

ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা: মাহফুজ আলম

নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

সাভারে দাফন মরদেহটি হারিছ চৌধুরীর: হাইকোর্ট

পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি

আমু ও কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

চিন্ময় দাস গ্রেফতার প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কঠিন সময় পার করছে: প্রধান উপদেষ্টা

আজ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নান্দি নাদাইতওয়া হলেন নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বিশেষ মেধা সম্পন্ন ব্যক্তি 

সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বঞ্চিত

স্বাস্থ্যসেবা গ্রহণের বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান

‘ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা’