ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, আশ্বিন ১২ ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

English

আইন আদালত

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’

বিএনপি নেতা চাঁদ দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৮:০৭, ৭ জুন ২০২৩

বিএনপি নেতা চাঁদ দুই দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর চকবাজার থানায় করা মামলায় বুধবার (৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হাসিবুল হক এ আদেশ দেন। প্রসঙ্গত, ২৮ মে চাঁদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন তাকে আদালতে হাজির করেন। এদিন চাঁদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।

বুধবার শুনানির জন্য চাঁদকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মোসলেহ উদ্দিন জসিমসহ কয়েকজন আইনজীবী।

শুনানিতে আইনজীবীরা বলেন, ‘এ ঘটনায় চাঁদের বিরুদ্ধে ৯ জেলায় ২০টি মামলা হয়েছে। বক্তব্যটা ছিল তার রাজনৈতিকভাবে কথার কথা। কবরস্থানে পাঠানো মানে সরকার থাকবে না বুঝাতে চেয়েছেন। দল, রাজনীতি থাকলে এমন বক্তব্য থাকবে। আর মূল মামলা যেটা রাজশাহীতে হয়েছে, ওই মামলায় তাকে ৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। এখন আর রিমান্ডের প্রয়োজন নেই।’

আইনজীবীরা আরও জানান, চাঁদ বয়স্ক, অসুস্থ মানুষ। বক্তব্যকে ভুল ব্যাখা করে মামলাটি  করা হয়েছে। তাই জামিন প্রার্থনা করেন তারা। তবে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠাতে হবে বলে উল্লেখ করেন আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় মামলা হওয়ার পর গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় রাজশাহীতে হওয়া একটি মামলায় চাঁদকে দুই দফায় পাঁচ ও তিন দিনের রিমান্ডে পাঠান আদালত। ওই রিমান্ডের পর ফরিদপুর আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত ৬ জুন। আর গত ২৩ মে মামলাটি করেন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

ইউ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

‘গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের স্যাংশন বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ’

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

শপথ নিলেন এমপি সিদ্দিকুর রহমান

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

এনজিও ’আশা’য় চাকরি 

বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো: তথ্যমন্ত্রী

একসঙ্গে নিজের হাত কাটলেন ১৪ স্কুলছাত্রী

জবির বিবাহিত-অন্তঃসত্ত্বা ছাত্রীদের পক্ষে ভিসিকে লিগ্যাল নোটিশ

৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ কন্যাশিশু

দিনের শেষে ভিসানীতিতে যুক্তরাষ্ট্রই লজ্জিত হবে: সাবেক বিচারপতি

হেলান দিয়ে ফোন চাপলেই পুরস্কার ৯০ হাজার টাকা!

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা সামাজিক মাধ্যমে

নতুন ১৫ ডেঙ্গুরোগীর মৃত্যু

সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার

SBACBank