ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১২ মে ২০২৫

English

বিদেশ

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

উইমেনআই২৪ ডেস্ক:

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ নভেম্বর ২০২৩

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের ..................... ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত গাজার পশ্চিমতীরে আল-শিফা হাসপাতালের পর এবার জেনিনের একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। দুজন চিকিৎসককে আটকের পর এ নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী।

এছাড়া জেনিনে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। জেনিনের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে। গাজার পাশাপাশি ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরেও প্রায় নিয়মিতই অভিযান চালাচ্ছে।

ইসরাইলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, অ্যাম্বুলেন্স তল্লাশি চালায় এবং লাউডস্পিকারের মাধ্যমে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।

আলজাজিরা আরও বলছে, চিকিৎসকদের হাত উঁচু করে হাসপাতাল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের আঙিনাতেও তল্লাশি করা হয়েছে। এর আগে রাতের আঁধারে ইসরাইলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় এলাকার বহু রাস্তা ভেঙে দেয়া হয়েছে।

এদিকে জেনিনের হাসপাতাল এলাকাও ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী। আলজাজিরা বলছে, প্রায় ৮০টি ইসরাইলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করেছে।

প্রতিবেদনে আল জাজিরা বলছে, বেশ কিছু ভিডিও ফুটেজে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা গেছে। এ ছাড়া জেনিন শহরের টেলিযোগাযোগ ও শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই সেখানকার প্রকৃত পরিস্থিতি সামনে আসছে না বলেও জানিয়েছে আলজাজিরা।

অপরদিকে ইসরাইলি বাহিনীর জারি করা আদেশ মানতে অস্বীকার করেছেন জেনিন শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক।

//জ//

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ. মালেক আর নেই

নবাবগঞ্জে ফ্যান লাগাতে গিয়ে যুবকের মৃত্যু 

‘নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে’

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

বেনাপোল পৌর জামায়াতের কর্মী সম্মেলন

কোনো দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

দেশে বজ্রপাতে একদিনে ১০ প্রাণহানি

ভুটানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

মিথ্যা সংবাদের প্রতিবাদ পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে সংগঠন নিষিদ্ধের বিধানযুক্ত

শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

লঞ্চে দুই তরুণীকে মারধর: ২৫ জনের বিরুদ্ধে মামলা