ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৮ জুলাই ২০২৫

English

বিদেশ

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

উইমেনআই২৪ ডেস্ক:

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ নভেম্বর ২০২৩

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের ..................... ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত গাজার পশ্চিমতীরে আল-শিফা হাসপাতালের পর এবার জেনিনের একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। দুজন চিকিৎসককে আটকের পর এ নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী।

এছাড়া জেনিনে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। জেনিনের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে। গাজার পাশাপাশি ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরেও প্রায় নিয়মিতই অভিযান চালাচ্ছে।

ইসরাইলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, অ্যাম্বুলেন্স তল্লাশি চালায় এবং লাউডস্পিকারের মাধ্যমে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।

আলজাজিরা আরও বলছে, চিকিৎসকদের হাত উঁচু করে হাসপাতাল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের আঙিনাতেও তল্লাশি করা হয়েছে। এর আগে রাতের আঁধারে ইসরাইলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় এলাকার বহু রাস্তা ভেঙে দেয়া হয়েছে।

এদিকে জেনিনের হাসপাতাল এলাকাও ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী। আলজাজিরা বলছে, প্রায় ৮০টি ইসরাইলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করেছে।

প্রতিবেদনে আল জাজিরা বলছে, বেশ কিছু ভিডিও ফুটেজে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা গেছে। এ ছাড়া জেনিন শহরের টেলিযোগাযোগ ও শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই সেখানকার প্রকৃত পরিস্থিতি সামনে আসছে না বলেও জানিয়েছে আলজাজিরা।

অপরদিকে ইসরাইলি বাহিনীর জারি করা আদেশ মানতে অস্বীকার করেছেন জেনিন শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক।

//জ//

খালি পেটে যে ৪ বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী

রাজধানীতে ডাকাতির সময় বাড়ির মালিককে হত্যা

সাগরের ঢেউয়ে ভেসে গেল ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’

গণমাধ্যমকে প্রকাশ্য হুমকি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত ১০০ ছাড়াল, নিখোঁজ বহু শিশু

টানা বৃষ্টিতে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি

ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা

বাধা দিলে আ.লীগের মতো পরিণতির হুঁশিয়ারি এনসিপির

দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ

চুন্নুসহ ৩ নেতাকে জাপা থেকে অব্যাহতি