ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, অগ্রহায়ণ ১৮ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪

English

বিদেশ

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৩০, কমালা ২১০

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:১১, ৬ নভেম্বর ২০২৪

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৩০, কমালা ২১০

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ৪০টি ও কমালার ৬০টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা।

এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটির ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। এছাড়া বাকি ৬টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে ৫টিতে এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে রয়েছেন।

ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্যগুলো মধ্যে রয়েছে, টেক্সাসে (৪০), ফ্লোরিডা (৩০), ওহাইও (১৭), টেনেসি (১১), ইন্ডিয়ানা (১১), মিজৌরি (১০), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯), ওকলাহোমা (৭), কেন্টাকি (৮), লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), কানসাস (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), আইডাহো (৪), মন্টানা (৪), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩)।

অন্যদিকে কমলা যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ইলিনয় (১৯), ওয়াশিংটন (১২), ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ভারমন্ট (৩)।

এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ১৫ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৪৪ শতাংশ কমালা পেয়েছেন। সংখ্যার হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখ ২৮ হাজার ৫০টি ভোট এবং কমালা পেয়েছেন ৬ কোটি ৫৩ হাজার ৩৩টি ভোট।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

//এল//

ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফের 

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টে রিট

খরা ও ভূমি ক্ষয়ের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রিজওয়ানার

স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের উদ্যোগ

স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫

আগরতলায় হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাতের 

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানালেন মমতা

আগরতলায় উপহাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী 

আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

একযোগে পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর