ফাইল ছবি
ইরান যে কোনো মুহূর্তে দখলদার ইসরাইলে হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় ফ্রান্স, ভারত, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনসহ বিশ্বের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরাইল সফর করার ব্যাপারে সতর্ক করেছে।
গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পর তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ইরান যে কোনো মুহুর্তে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে যখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা চলছে তখন এ সতর্কতা জারি করা হলো। খবর পার্সটুডে ও আল জাজিরার।
শুক্রবার ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইল, লেবানন, অধিকৃত পশ্চিম তীর ও গাজা সফর না করার আহবান জানিয়েছে।
ব্রিটিশ সরকার অতি জরুরি প্রয়োজন ছাড়া ইসরাইল ও ফিলিস্তিন সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
একই আশঙ্কার কথা জানিয়ে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইল, ফিলিস্তিন ও লেবানন সফর না করার আহবান জানিয়ে বলেছে, এসব অঞ্চলে যে কোনো মুহূর্তে হঠাৎ করে সামরিক সংঘাত প্রবল আকার ধারণ করতে পারে। তাই এই তিনটি দেশ এড়িয়ে চলা উচিত।
এদিকে, ভারত সরকার তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান ও ইসরাইল সফর না করার পরামর্শ দিয়েছে।
গতকাল মার্কিন দূতাবাস কর্মীদের ইসরাইল সফরের ক্ষেত্রে একই পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া জার্মানিও দেশটির নাগরিকদের সতর্ক করেছে।
এসব দেশ এমন সময় তাদের নাগরিকদের সতর্ক করল যখন সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার ভয়ে দখলদার ইসরাইল সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।
এর আগে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইসরাইলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে।
ইউ