দেশে ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। বেড়েছে শনাক্ত। বর্তমানে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনে। একদিনে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১০০ জন।
এপর্যন্ত সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনে। এর আগে, শক্রবার ২০ আগষ্ট শনাক্ত হয়েছিলো ৯৩জন। শনিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ২ হাজার ২৬৬ জনের নমুনা সংগ্রহ, ২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৮২ হাজার ৮৮৪ জনের এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৭ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৭ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। উল্লেখ্য ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।