ঢাকা, বাংলাদেশ

বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪

English

ফেসবুক থেকে

‘মুখার্জিদার বউ’

মিলি সুলতানা

প্রকাশিত: ২০:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

‘মুখার্জিদার বউ’

ফাইল ছবি

‘‘একটা সিনেমা হয়তো রাতারাতি সমাজ বদলাতে পারে না কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির দিকে আঙুল তুলতে পারে। "মুখার্জিদার বউ" ঠিক তেমনই একটা ছবি। আর দশটা সাধারণ শাশুড়ি পুত্রবধূর হিন্দি সিরিয়াল টাইপের ঝগড়াঝাটি হিংসা বিদ্বেষের ছড়াছড়ির কাহিনী থেকে বেরিয়ে খুবই ব্যতিক্রম এক জীবন পাঁচালির গল্প। টিভির সিরিয়ালের কূটনী শাশুড়ি অথবা কূটনী পুত্রবধূর সাথে সাধারণ দর্শক রিলেট করতে পারেনা। কিন্তু ব্যাপক আসক্তি নিয়ে তাদেরকে দেখতে হয়ত ভালো লাগে। "মুখার্জিদার বউ" দেখে মনে হল আপনার আমার জীবনকে দেখতে পাচ্ছি চোখের সামনে। কারণ তাদের সম্পর্কের তিক্ততা, রাগ-অভিমান, আনন্দ, যন্ত্রণাগুলো ঠিক যেন আমাদের মতোই।’

‘বউ শাশুড়ির মতবিরোধ, সুযোগ বুঝে একে অপরকে বাক্যবাণে আক্রমণ করা, এই বিষয়গুলো নিখুঁতভাবে তুলে ধরে ধরেছেন পরিচালক পৃথা চক্রবর্তী। শাশুড়ি (অনুসূয়া মজুমদার) টিভির রিমোট দখল করে রাখেন। পুত্রবধূর (কণীনিকা) রুচির সাথে শাশুড়ির রুচি মিলেনা। শশুর মারা যাওয়ার ফলে একা নিঃসঙ্গ হয়ে পড়েন শাশুড়ি। একমাত্র ছেলে শাশ্বতকে পুরোপুরি বউয়ের কবজায় ছেড়ে দিতে পারেন না। ছেলের সাথে পুত্রবধূকে ঘুমাতে দিতে চাননা তিনি। "রাতে একা ঘুমাতে ভয় পান" বলে পুত্রবধূকে নিজের রুমে ডেকে নেন। শাশুড়ির মনের সন্ধি বুঝতে পারে পুত্রবধূ। মনে মনে খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে সে।’

‘পুত্রবধূর রান্নার খুঁত ধরেন ক্রমাগত। বাইরে থেকে বউমা বাড়ি ফিরে দেখে শাশুড়ি তার আলমারি হাতড়াচ্ছেন। কিংবা গুরুজির ছবি টাঙানো নিয়ে দু’জনের মধ্যে লেগে যায় কুরুক্ষেত্র যুদ্ধ। রুচির এতই তফাত যে, একসময় টিভি আলাদা হয়ে যায় দু’জনের। রাগ করে পুত্রবধূ নিজের টাকায় নতুন টিভি আনে। ব্যস, এ যেন সংসার পৃথক হয়ে যাওয়ার মতো অবস্থা। ছেলে খুব রাগ করে বলল, "আমাদের বাড়িতে একটার জায়গায় দুটো কিছু আসেনি কখনও।" এক্ষেত্রে আসামীর কাঠগড়ায় পুত্রবধূই যেন একমাত্র অপরাধী। পুত্রবধূ চাকরি করতে ঘরের বাইরে গেলে যদি তাঁর ছেলের সংসার ভেঙে যায় সেই আশংকায় ডাকযোগে পুত্রবধূর নামে আসা তার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো শাশুড়ি লুকিয়ে রাখতেন। মধ্যবিত্ত পরিবারের এমন মারাত্মক সমস্যাগুলোও উঠে এসেছে। একসময় অশান্তি চরমে পৌঁছায়।’

‘কাহিনীর এমন পর্যায়ে অনুঘটকের মতো আর্বিভাব ঘটে সাইকিয়াট্রিস্ট আরাত্রিকার (ঋতুপর্ণা সেনগুপ্তা)। এখানে বউ শাশুড়ি দেখতে পান, তাদের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। তারা "মুখার্জিদার বউ" হয়েই নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্তা অভিনব কায়দায় দু'জনের সাথে সেশন করেন, তাদেরকে কাউন্সিলিং করেন। শাশুড়িকে পুত্রবধূর চেয়ারে বসিয়ে তাঁর মনের চাপা কথাগুলো বার করে আনেন- পুত্রবধূ বউ হয়ে বাড়িতে ঢোকার পরদিন তার বান্ধবীকে বলেছিল শাশুড়িকে "মা" ডাকতে তার ভালো লাগেনা। শাশুড়ি সেটা নিজের কানে শুনেছেন। আবার পুত্রবধূ যখন শাশুড়ির চেয়ারে বসিয়ে তার সুপ্ত ক্ষোভ বের করে আনেন - "বিয়ের পরদিন একসাথে খেতে বসে শাশুড়ি পুত্রবধূর প্লেটে কাঁটাযুক্ত ছোট্ট মাছের টুকরোটি তুলে দিয়েছিলেন। সে তার বাবার বাড়ির ছোটমেয়ে, সবার খুব আদরের। তার মা তো কখনো তার প্লেটে ছোট টুকরো দেননি"!! ছোট ছোট এসব ডিটেইলস খুবই নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে "মুখার্জিদার বউতে"। যা ছিল মনোমুগ্ধকর। শাশুড়ির চরিত্রে অনুসূয়া মজুমদার পুত্রবধূর চরিত্রে কণীনিকার অভিনয় ছিল হৃদয়ছোঁয়া। সাইকিয়াট্রিস্টের চরিত্রে ঋতুপর্ণার মোটিভেশনাল অভিনয় অনবদ্য ছিল।’’

মিলি সুলতানার ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলের পোস্ট থেকে সংগৃহীত...

ইউ

এই গরমে লেবুপানি খেলে যেসব উপকার পাবেন

গরম কমার কোনো সম্ভাবনা নেই

লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি

ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে

রানা প্লাজা ট্রাজেডি: মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

যেভাবে দেশে ফিরবেন ২৩ নাবিক

তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা

সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি

তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক  সভা

সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রফিকের নির্বাচনী গণসংযোগ

বিকাশে নিয়োগ, আবেদন করা যাবে অভিজ্ঞতা ছাড়াও 

গরমে পেট ঠান্ডা রাখতে বেলের ৩ পদ 

ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক