ঢাকা, বাংলাদেশ

শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪

English

ফেসবুক থেকে

‘ইডেন কলেজের সংকটটা আসলে কী’

শওগাত আলী সাগর

প্রকাশিত: ২১:০০, ২৮ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ২১:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২২

‘ইডেন কলেজের সংকটটা আসলে কী’

ছবি: শওগাত আলী সাগর

১. ইডেন কলেজের সংকটটা আসলে কী! ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করেছে, ছাত্রলীগের মেয়েরা হলের সিট নিজেদের নিয়ন্ত্রণে রেখে সিট বাণিজ্য করে – দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো নতুন কিছু নয়। যখন যে সরকার ক্ষমতায় থেকেছে তাদের ছাত্র সংগঠনগুলো সবসময়ই করেছে। কাল অন্য কোনো দল ক্ষমতায় এলে তাদের ছাত্র সংগঠনও এইগুলো করবে। তার মানে এই না যে, এগুলোকে সমর্থন করতে হবে।

২. একটা ইউটিউব চ্যানেলে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে জান্নাতুল ফেরদৌসী বলেছেন- ইডেন কলেজে ১০০ পলিটিক্যাল সিট দেয়া হয়, ৫০টি সভাপতি এবং ৫০টি সাধারণ সম্পাদক পান। শিক্ষা প্রতিষ্ঠানের হলে ‘পলিটিক্যাল সিট’ কীভাবে হয়, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক কীভাবে ১০০ সিটের  দায়িত্ব পান- এটা নিয়েই তো প্রশ্ন ওঠা উচিৎ। যিনি এই তথ্যটা দিচ্ছেন তার নিজেরও এ নিয়ে প্রতিবাদ করা উচিৎ ছিলো।

৩. ইউটিউবে জান্নাতুলের ইন্টারভিউ থেকে বোঝা যাচ্ছিলো- তিনি কোনো সিটের ভাগ পাননি, কিংবা তার ‘দখলে’ যে সিটগুলো ছিলো- সেগুল্যো সভাপতির গ্রুপ ‘ছিনিয়ে’ নিয়েছে। তার ক্ষোভটা এখানেই। এই ক্ষোভ এবং বঞ্ছনা থেকেই ইডেন কলেজের বর্তমান সংকটের উদ্ভব- সেটা ধারনা করা যায়।

৪. চাঁদাবাজির ভাগাভাগি, সিট বাণিজ্যের ভাগ বাটোয়ারা নিয়ে ক্ষোভ বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে মেয়েদের চরিত্র হননের চেষ্টা করা হলো কেন! ’ইডেন কলেজের মেয়েদের দিয়ে অনৈতিক কাজ’ করানো হয়’ বলে যে অভিযোগ তোলা হয়েছে- তার ভিত্তি কী! কোনো ভোক্তভুগী কী এ নিয়ে কখনো কোনো অভিযোগ তুলেছেন! যিনি অভিযোগটা করছেন - তিনি কি কখনো হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা আইন শৃংখলা রক্ষী বাহিনীর কাছে এ নিয়ে অভিযোগ করেছেন? তিনি নিজে কি সাংগঠনিক পর্যায়ে প্রতিবাদ করেছেন? তা হলে হঠাৎ করে মিডিয়ায় এতো বড় একটা অভিযোগ কিসের ভিত্তিতে তুললেন।

৫. কোনো নারীকে বশে রাখতে না পারলে তার চরিত্রে কলংক লেপন করে দাও- এটা অনেক পুরনো প্রবাদ। কোনো ঘটনায় নারী থাকলে, তার অবস্থান, ভূমিকা পছন্দ না হলে তার নামে অপবাদ দেয়া, চরিত্র হনন করা- এগুলো তো আমাদের পুরনো অভ্যাস। ছাত্রলীগের যে নেত্রী এই অভিযোগটা করছেন- তিনি সেই পুরনো নোংরা পথেই হাটলেন কেন!

শওগাত আলী সাগরের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত...

ইউ

পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার

গরম আরও বাড়ার আভাস 

বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী

ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও স্বর্ণের দাম

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু

গরমে কষ্ট হচ্ছে হাসপাতালের বাইরে থাকা অসুস্থ শিশুদের

সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম

সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি 

‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’

কানাডার ভ্যাঙ্কুভারে  বৈশাখী মেলা অনুষ্ঠিত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট