
স্পেন বি এন পি ’র আহবায়ক কমিটির চমক
স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী পাড়া বলে খ্যাত লাভাপিয়েস এর অলিগলি বার রেস্টুরেন্ট সব যায়গাই বইছে বি এন পি'র সম্মেলনি হাওয়া। স্পেন বি এন পি'র প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম গণতান্ত্রিক পক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে দ্বিবার্ষিক কাউন্সিল হতে যাচ্ছে আগামী ৫ ই জুন ২০২৩ইং। সোমবার (২২ ই মে ) মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখে মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে প্রার্থী এবং তাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।হাসি খুশি আনন্দ আর ব্যাপক উৎসাহ উদ্দিপনায় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা আহবায়ক কমিটি তথা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন আহবায়ক মোজাম্মেল হক মনু ,সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু , সদস্য এস এম আহমেদ মনির, সাঈদ মিয়া ,আকবর শেঠ।বিভিন্ন পদে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
সভাপতি পদে নুর হোসেন পাঠোয়ারি, জামাল উদ্দিন মনির ,আব্দুল মোতালেব বাবুল। সিনিয়র সহ সভাপতি পদে মোরশেদ আলম তাহের ,হেমায়েত খান, সাধারণ সম্পাদক পদে রমিজ উদ্দিন ,আবু জাফর রাসেল ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ,কাজী জসিম ,জাকিরুল ইসলাম জাকি ,সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মজিদ সুজন ,বিল্লাল হোসেন শাকিল।
এছাড়াও এসময় স্পেন বি এন পি সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় প্রার্থীরা স্পেন বি এন পি কে সুসংগঠিত করতে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।নির্বাচন কমিশন সুষ্ঠ ও সফলভাবে সম্মেলন করতে সবার সহযোগিতা কামনা করেন।
//এল//