
ফ্রান্স স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর আনন্দ ভ্রমণ
‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী-ফ্রান্স’ এর আয়োজনে ১৬ তম আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শত ব্যস্ততার মাঝে প্রবাসী বাংলাদেশিদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্রতিবছর আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকেন। গতকাল সকাল ৯ টায় ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
সংগঠনটি সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমেদের নেতৃত্বে যাত্রা শুরু করেন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা মোতালেব খান, গীতা পাঠ করেন সিনিয়র সহ-সভাপতি পুষ্পু রানী দাস। সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন- ব্যবসায়ী সমাজ সেবক আশরাফুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা অবনী চন্দ্রদাস গোপাল, আতাউর খন্দকার বেনু, অজয় দাসসহ সভাপতি মাহমুদুল হক প্রমুখ।
দুপুরে সমুদ্রে পৌঁছে আনন্দ উল্লাসে মাতেন তারা। পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন সবাইকে। পরে ছেলেদের বালিশ
ইউ