ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২১ অক্টোবর ২০২৫

English

প্রবাস

কানাডায় মুক্তি পেলো বাংলাদেশি সিনেমা ‘বলী’

লায়লা নুসরাত, কানাডা থেকে

প্রকাশিত: ১৪:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪

কানাডায় মুক্তি পেলো বাংলাদেশি সিনেমা ‘বলী’

ছবি সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বলি খেলার’ কাহিনীকে উপজীব্য করে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র ‘বলী (দ্যা রেসলার) কানাডার স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর (শনিবার) থেকে কানাডার মুলধারার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমা হলে প্রথম দিনের শোতে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির দর্শকরাও সিনেমাটি উপভোগ করেন। পুরো এক সপ্তাহ এই হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার বিজয়ী ‘বলী’ সিনেমাটি বাংলাদেশের মুক্তি পাওয়ার আগেই কানাডায় প্রদর্শিত হচ্ছে। এ প্রসঙ্গে সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ‘সিনেমাটি তাঁরা কানাডায় সীমিত পরিসরে মুক্তি দিচ্ছেন। সপ্তাহ ধরে কানাডার দর্শক সিনেমাটি দেখতে পারবেন। বাংলাদেশের সেন্সর বোর্ডেও জমা দেওয়া হয়েছে। এটা সেন্সর পাওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে মুক্তি পাবে। সেখানেও হয়তো স্বল্প সময়ের জন্য চলবে। তবে সিনেমাটি নিয়ে আরও বড় পরিসরে মুক্তির চিন্তা রয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাঁকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমাহলে প্রথম দিনের প্রদর্শণীতে নির্মাতা পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন। সিনেমা শেষে দর্শকরা পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা বলেন। তারা সিনেমাটির নির্মান, কাহিনী বিন্যাসের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেশ কয়েকজন বিদেশি দর্শককে সিনেমাটির নির্মাণশৈলি নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। 

’বলী’সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এবং প্রশংসায় তাদের ধন্যবাদ জানান পরিচালক নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী। 

ইউ

সালমান শাহ আবার জন্ম নিল: হত্যা মামলা আদেশে নীলা চৌধুরী

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

বুধবার থেকেই শ্রেণিকক্ষে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রতিবন্ধী নারীর জন্য দরকার সঠিক সমর্থন ও সুযোগ 

ঘুরে দাঁড়ানোর গল্প 

ছাত্রী বর্ষার পরিকল্পনাতেই ছাত্রদল নেতা জোবায়েদ খুন: পুলিশ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে

জবি ছাত্রদল নেতা খুন: জানাজায় বাবার শোক, বিচার দাবি

গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাইড্রোলিক হর্ন ও নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানাসহ বাস ডাম্পিং

পর্নকাণ্ডে সক্রিয় বাংলাদেশি দম্পতি বান্দরবানে গ্রেপ্তার

পর্নকাণ্ডে সক্রিয় বাংলাদেশি দম্পতি বান্দরবানে গ্রেপ্তার

হিন্দু ও শিখদের দেশে ফেরার আহ্বান তালেবান সরকারের

সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা হিসেবে তদন্তের নির্দেশ

বন্যা পুনর্বাসন: রেড ক্রিসেন্টের উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছে ৩ লক্ষ