ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, অগ্রহায়ণ ২৪ ১৪৩০, ০৮ ডিসেম্বর ২০২৩

English

বিনোদন

গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ২৪ জানুয়ারি ২০২৩

গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

ফাইল ছবি

অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই মেয়ের সার্বিক দায়িত্ব নিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বিশু শিকদারের ছোট ভাই শাহ আলম শিকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার সদ্য প্রয়াত বড় ভাই বিশু শিকদারের দুই মেয়ে সঙ্গীতা ও রাফিয়ার সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস।’

এর আগে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে যান জেমস। তিনি সেখানে বিশুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় বিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সঙ্গীতা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

জেমসের সফরসঙ্গী হিসেবে মুখপাত্র রবিন ঠাকুরসহ নগর বাউল ব্যান্ডের শিল্পী ও কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।

গত শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিশু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। পরদিন রোববার সকাল ১০টায় ধোপাদহ গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিশু মূলত জেমসের জন্যই গান লিখতেন। এমনকি জেমসের বহু গানের সহ-গীতিকারও ছিলেন তিনি। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’-ও যৌথভাবে লেখা। নগর বাউলের ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে জেমস-বিশু জুটির সূত্রপাত হয়। এরপর জেমসের প্রায় সব ক’টি অ্যালবামের বেশিরভাগ গানই বিশুর লেখা।

বিশুর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ ইত্যাদি।

ইউ

ব্যতিক্রমী গাড়িবহরে গোপালগঞ্জ ঘুরছেন প্রধানমন্ত্রী

চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী: রাষ্ট্রদূত

বৃষ্টিতে নিত্যপণ্যের বাজারে আগুন

সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত

আজ মুক্তি পেয়েছে জয়ার হিন্দি সিনেমা

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা আজ

লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখার উপায়

মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

গাজায় নিহত ১৭ হাজার ছাড়াল 

কোনো অবস্থায় বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

জানা গেল ফেরদৌসের সম্পত্তির পরিমাণ

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ

বৃক্ষপ্রেমীর মাঝে ফুল ও সবজির বীজ চারা বিতরণ

যে মাছ খেলে নেশা থাকে ৩৬ ঘণ্টা 

আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন