ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪

English

বিনোদন

মানুষকে বিনোদন দিতেই আমার এই পরিশ্রম: জাহ্নবী

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ৯ আগস্ট ২০২২; আপডেট: ১৩:৫৫, ১০ আগস্ট ২০২২

মানুষকে বিনোদন দিতেই আমার এই পরিশ্রম: জাহ্নবী

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুরের চেয়ে বলিউডে তিনি শ্রীদেবীকন্যা নামেই বেশি পরিচিত। শোবিজে পা রাখার পর থেকেই নেপোটিজম নিয়ে কথা শুনে আসছেন। ইতোমধ্যেই বেশ কিছু সিনেমার জন্য প্রশংসিত হয়েছেন। কিন্তু এখনো কটাক্ষের শিকার হচ্ছেন।

শুরুর দিকে অনেকটা সময় জাহ্নবী ভেবে এসেছেন যে, তাকে হয়তো বলিউডের দর্শকেরা মেনে নেবেন না। একবার আরজে স্ততির শো তে এসে তিনি বলেন, আমি এখন আর ভাবিই না যে দর্শক হয়তো কখনও এই নেপোটিজমের কারণে আমাকে মেনে নেবে কি নেবে না তা নিয়ে। তবে আশ্চর্যজনক যে আর খুব হৃদয় ছুঁয়ে যাওয়া যে মানুষ আমাকে কী পরিমাণ ভালোবাসা দিয়ে নিজের করে নিয়েছে। দর্শক আমাকে নিজের করে নেবে এ মহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম! আমার মনে হয় এটা সম্ভব হয়েছে গুডলাক জেরির কারণে। তবে এখনও অনেকটা পথ চলা বাকি আছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার 'গুড লাক জেরি' সিনেমা। এ সিনেমায় একজন মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করেন। সিনেমায় যখন চুক্তিবদ্ধ হন তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম সে কীভাবে এক মধ্যবিত্ত অভাবী মেয়ের চরিত্রে অভিনয় করবে?

এমন প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেছিলেন, তিনি কোনোদিন খাবার বা সিনেমাতে সুযোগ পাওয়ার জন্য লাইনে দাঁড়াননি। কিন্তু তার মানে তো এই নয় যে তার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসেনি।

জাহ্নবী আরও বলেন, তিনি কাজের জন্য বাহবা চাচ্ছেন না, তিনি চান মন দিয়ে একবার তার কাজ দেখুক দর্শকরা। তিনি মানুষকে বিনোদন দিতে খুব পরিশ্রম করছেন।

আগামীতে জাহ্নবীকে দেখা যাবে 'মিলি' সিনেমায়। থ্রিলার ঘরানার এ সিনেমাতে থাকবেন মনোজ পাওয়া আর ভিকি কৌশলের ভাই সানি কৌশল। এ ছাড়া তার হাতে রয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি আর বাওয়াল' সিনেমাটি। - হিন্দুস্তান টাইমস

//জ//

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে

ফের হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি ক্ষমতায় এলে রক্ত বন্যায় ভাসাবে দেশ: কাদের

বিচার বিভাগের সব ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে

ফারিণের সফলতায় যা বললেন তাহসান 

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

যেসব বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট

ন্যায্য অধিকারের দাবিতে রাজপথে শ্রমিকরা

আওয়ামী লীগ প্রতিবারই মজুরি বাড়িয়েছে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার সমবেদনা

বিকালে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

এশিয়া কাপ ক্যারমে বাংলাদেশের হাফিজের ব্রোঞ্জ জয়

জায়েদ খানের মোবাইল পানিতে ছুড়ে ফেললেন সাকিব!