ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৯ অক্টোবর ২০২৫

English

বিনোদন

মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ না: তমা মির্জা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ নভেম্বর ২০২৪

মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ না: তমা মির্জা

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে কয়েক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। কুকুর হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।

ফেসবুকে দেওয়া পোস্টে তমা মির্জা লেখেন, ‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটা পরীক্ষা করার সহজ একটা উপায় হলো, অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটা যাচাই করা।’

ব্যাখ্যা করে তমা মির্জা লেখেন, ‘একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন। আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন, তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন। ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তমা মির্জা।

গত শুক্রবার রাতে জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যু হয়। প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা ‘দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে গতকাল আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি ১০টি কুকুর ও একটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি কুকুর ও একটি বিড়াল ছাড়া বাকিগুলোকে সরিয়ে ফেলা হয়। আমরা প্রথমে এই প্রাণীগুলোর ময়নাতদন্ত করাব। এরপর আদালতে মামলা করব।’

ইউ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী ডেঙ্গুতে মারা গেছেন

ফেব্রুয়ারির নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

সম্প্রীতি সংলাপে’ ঐক্য ও বৈচিত্র্য রক্ষার ডাক

বয়স্ক ভাতা প্রদানে স্বচ্ছতা আনবে প্রযুক্তি: উপদেষ্টা শারমীন

সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব

এসএমই অর্থায়ন ও বাজার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

সালমান শাহ হত্যা: নীরবতা ভেঙে বিচার চাইলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ইন্টারন্যাশনাল এজেন্সি ’প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে: রিজওয়ানা