সংগৃহীত ছবি
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ছিলেন এই দলে।
এদিকে আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যাতে বেশ চিন্তিত তিশা। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন|
ছাত্রদের বিজয়ে বেশ আশাবাদী তিশা।
এর আগে তিনি লিখেছিলেন, কোনো ধ্বংসের জবাব ধ্বংস হতে পারে না, এই নতুন স্বাধীন দেশে সবাইকে শান্তিপূর্ণ সহবস্থান করার জন্য অনুরোধ জানাই। হিন্দু, মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান সবাই মিলে দেশটাকে নতুন করে সাজানোটাই এখন আমাদের প্রধান দায়িত্ব। যারা রক্ত দিয়েছে তারা শান্তির জন্য রক্ত দিয়েছে, তাদের এই ত্যাগকে বৃথা যেতে দেবেন না।
//এল//