ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪

English

শিক্ষা

অনার্স-মাস্টার্স কোর্সের‌ শিক্ষকদের এমপিওভুক্তের দাবি

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ১২ নভেম্বর ২০২২

অনার্স-মাস্টার্স কোর্সের‌ শিক্ষকদের এমপিওভুক্তের দাবি

ছবি: নিয়োগপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলনে...

১৯৯৩ সাল থেকে দেশের মেধাবী ও দারিদ্র্য শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে সরকার বেসরকারি কলেজ পর্যায়ে অনার্স-মাস্টার্স কোর্স চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপর থেকে এখন পর্যন্ত মাত্র টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি কলেজের ১২ জন অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করা হোক। শনিবার ( ১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স পর্যায়ে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তসহ ৩ দফা দাবিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে।

এতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কার্যকরি সভাপতি মো. নজমুল হুদা সিদ্দিকী রাজ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজ গুলোতে কোন কোন বিষয়ে প্রতিটি সেশনে আসন সংখ্যা ৪০০ থেকে ৪৫০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর অধিক পাঠদান করানোর মতো উপযুক্ত শ্রেণী কক্ষ নেই। তাছাড়া এতো শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার পরিবেশ নিয়ন্ত্রণে থাকে না। সেক্ষেত্রে ৪০০-৪৫০ শিক্ষার্থী ভর্তি করলেও মানসম্মত পাঠদান করা আদৌও সম্ভব নয়। অন্যদিকে বেসরকারি কলেজ গুলোতে অবকাঠামো ও শিক্ষক থাকলেও আসন সংখ্যা ৩০ থেকে ৫০ জন।’ তিনি আরো বলেন, ‘সরকারি ও বেসরকারি কলেজ গুলোতে আসন সমন্বয় করা হয় সেক্ষেত্রে বিরাজমান অনেক সংকট দূর হবে।’

মো. নজমুল হুদা সিদ্দিকী রাজ বলেন, সরকারি কলেজ গুলোতে বিঙান ও ব্যবসায় প্রশাসনের বিষয়গুলোতে সবোর্চ্চ ১৫০ এবং মানবিক বিভাগের বিষয়গুলোতে সবোর্চ্চ ১৫০-২০০ আসন এবং বেসরকারি কলেজগুলোতে সকল বিষয়ে আসন সংখ্যা ১০০-১৫০ করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ শামীম আরা সুলতানা বলেন, ‘সরকার জনবল  কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন এর উদ্যোগ গ্রহণ করলে অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্ত ও জৌষ্টতা নির্ধারনের বিষয়টি পূর্ন বিবেচনার জন্য আবেদন করলে সভায় উপস্থিত সিংহভাগ  সদস্য বিষয়টির পক্ষে মতামত দিলেও তা আমলে নেওয়া হয়নি।’  তিনি আরো বলেন, ‘দেশে লক্ষ্য কোটি টাকার বাজেট পাস হয় সেখানে মাত্র ৫৫০০ জন শিক্ষক দীর্ঘ ৩০ বছর যাবৎ বেতন থেকে বঞ্চিত। মাত্র ১৪৬ কোটি টাকা বরাদ্দ দিলেই বেঁচে যায় এসকল শিক্ষক। এবং পরিসমাপ্তি হয় ৩০ বছরের বঞ্চনার ইতিহাস। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তারা তাদের দাবীর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যেক নিকট জানান দেন আগামী ১৫ দিনের মধ্যে এমপিওভুক্ত ঘোষণা প্রদান করার জন্য। যদি সরকার তাদের দাবী না মানে তাহলে আগামী ২৮ নভেম্বর ২০২২ তারিখ থেকে সচিবালয় ঘেরাও সহ আমরন অনশন এর মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে বাংলাদেশ অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকবৃন্দ।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মোড়ল।

---শাওন---

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

টাঙ্গাইল শাড়িসহ ১৪টি জিআই পণ্যের সনদ বিতরণ

জিআই স্বীকৃতি পেল রাজশাহীর মিষ্টি পান

চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে সার্জেন্টের মৃত্যু

দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর

শিক্ষক নিয়োগে চুক্তি ১৪ লাখ টাকায়, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার

এই গরমে কাঁচা আম খেলে যেসব উপকার পাবেন

রোজ ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য!

নুসরাত ফারিয়াকে নিয়ে মেলবোর্নের পথে জায়েদ খান

মিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের সংকট: ক্যাব

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস: ঢাবি শিক্ষার্থীসহ গ্রেফতার ৫

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বগুড়ায় বোরো ধানের সোনালী রঙে কৃষকের হাসি

বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি

হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’