ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, অগ্রহায়ণ ১৮ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪

English

শিক্ষা

স্কুল-কলেজে ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ৫ নভেম্বর ২০২৪

স্কুল-কলেজে ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) টিউশন ফি ছাড়াও ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করেছে সরকার, যা চারটি ক্যাটাগরিতে বিভক্ত। ক্যাটাগরিগুলো হলো-মাধ্যমিক (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত) এবং কলেজ (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত)।এসব ফি আদায়ের ক্ষেত্রে মহানগর ও জেলা সদরে পৃথক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

৩ নভেম্বর (রবিবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২৪ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

নীতিমালায় অভ্যন্তরীণ পরীক্ষা, মুদ্রণ, টিফিন, ম্যাগাজিন, ক্রীড়া, সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন ক্লাব গঠন, লাইব্রেরি, কল্যাণ/দারিদ্র্য তহবিল, আইসিটি, বাগান ও বাগান পরিচর্যা, ল্যাবরেটরি, স্কাউট, কমনরুম, পরিচয়পত্র, নবীনবরণ-বিদায় সংবর্ধনা, চিকিৎসা সেবা, বিবিধ, উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা সফর ফি ইত্যাদি খাতে কত টাকা শিক্ষাপ্রতিষ্ঠান আদায় করতে পারবে-এ বিষয়েও নির্দিষ্ট করা হয়েছে। এই ফি সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা।

নীতিমালায় টিউশন ফি নির্ধারণে মহানগর ও জেলা কমিটি করার কথা বলা হয়েছে। মহানগর কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি/সার্বিক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সদস্য জেলা প্রশাসকের প্রতিনিধি, এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) নন-এমপিও স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

আর জেলা সদর পৌর এলাকার ও উপজেলার কমিটিতে সভাপতি থাকবেন-জেলা প্রশাসক, সদস্য সচিব হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), পৌরসভা পর্যায়ে নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা পর্যায়ে নন-এমপিও স্কুলের একজন প্ৰধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধি নির্বাচন করে কমিটির সভাপতিকে অবহিত করবে।

এছাড়া নীতিমালায় মাসিক বেতন/টিউশন ফি এবং তফসিলে বর্ণিত খাতে আদায়কৃত অর্থ তফসিলি ব্যাংকে নির্দিষ্ট হিসাবে রাখার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, কোনো একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এ খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে।

আদায়কৃত অর্থ আবশ্যিকভাবে খাতভিত্তিক ব্যয় করতে হবে এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। সব আয় ও ব্যয় ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

ইউ

ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফের 

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টে রিট

খরা ও ভূমি ক্ষয়ের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রিজওয়ানার

স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের উদ্যোগ

স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫

আগরতলায় হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাতের 

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানালেন মমতা

আগরতলায় উপহাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী 

আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

একযোগে পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর