ছবি সংগৃহীত
দেশের অর্থনৈতিক অবস্থা এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনীতি নিয়ে এডিবি প্রতিনিধিদলের কোনো পর্যবেক্ষণ আছে কিনা এই প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘না কোনো পর্যবেক্ষণ নেই। ওরা খুব খুশি। আমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে এডিবি সন্তোষ প্রকাশ করেছে।’
মাহমুদ আলী বলেন, ‘এডিবির সাথে আমাদের ৫০ বছরের বন্ধুত্ব। সম্পর্ক নিয়ে সো ফার আমরাও খুবই সন্তুষ্ট।’
‘তারা আমাদের প্রয়োজন বুঝতে পারছে। বাজেট সাপোর্টে সহায়তা বাড়বে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবি চলতি অর্থবছরের জন্য এরি মধ্যে ৪০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ইউ