
ছবি সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বুধবার (৭ জুন) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
এতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ৮ জুন (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইউ