
ইভ্যালি কার্যালয়ের সামনে পাওনাদারের ভিড়
ইভ্যালির দায়িত্ব মূল মালিক মো. রাসেলের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার খবরে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করেছেন শত শত পাওনাদার।
‘ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন’ কমিটির ব্যানার নিয়ে হাজির হয়েছেন এই পাওনাদাররা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেলের স্ত্রী ও কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছেন ওই পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
বৃহস্পতিবার সকাল থেকেই ধানমন্ডি কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে শত শত পাওনাদার জমায়েত হয়েছেন। এসময় তারা নিজেদের পাওনা টাকা ফেরত চাওয়ার পাশাপাশি ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেলের মুক্তির দাবিও জানান।
//জ//