উইমেনআই প্রতিবেদক: রাজধানীর পুরাতন বিমানবন্দর সড়কে দ্য এশিয়ান এইজ ও দৈনিক দেশকাল পত্রিকার কার্যালয়ের পার্কিংয়ে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির গাড়ি ভাঙচুর ও দুই সাংবাদিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বৃহস্পতিবার ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে একটি মহল সংবাদ মাধ্যম ও সাংবাদিক সমাজকে তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। একটি সংবাদ মাধ্যমের কার্যালয় এলাকায় ওই প্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুর ও সেখানে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ভীতির সৃষ্টি করে।
অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরণের হামলার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজধানীর তেজকুনিপাড়ায় দ্য এশিয়ান এইজ ও দৈনিক দেশকাল পত্রিকার কার্যালয়ের পার্কিংয়ে থাকা প্রতিষ্ঠানটির গাড়ি ভাঙচুর করে একদল সন্ত্রাসী। দৈনিক দেশকাল পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল আহমেদ ও দ্য এশিয়ান এইজের সাব এডিটর দেওয়ান আসিফ রেজা সন্ত্রাসী হামলার শিকার হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত ৩ সন্ত্রাসী পুলিশ হেফাজতে রয়েছে।
উইমেনআই২৪ডটকম//এল// 6.15 pm