শাকী খন্দকার: বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের সকল উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ একথা বলেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন,পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, মেট্রোরেল নির্মাণ হচ্ছে, দেশে পাঁচটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। দেশের সকল উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই।
এসময়ে তিনি বলেন, স্বাধীনতার ধারক হিসেবে আমদেরকে স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দিতে হবে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও একটি দল আসবেনা বলে জানিয়ে দিয়েছে। কারণ তারা কোন উন্নয়ন চায় না। তাই উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তারা যেতে চায় না।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামী বছর আসছে জাতীয় নির্বাচন। নির্বাচনে জয় লাভ করতে হলে দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের চিকিৎসা সেবায় আরো ভাল কাজ চালিয়ে যেতে হবে। ভাল কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আজকের ঐতিহাসিক ২৩ জুনের উদ্দেশ্য হলো ঐক্যবদ্ধভাবে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবো। এসময় দেশকে আরো সামনের দিকে এগিয়ে নেবার শপথ করার আহ্বানও জানান তিনি।
এসময়ে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স-ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
উইমেনআই২৪ডটকম//জ//২৩-০৬-২০২২//০৫.২০ পিএম