শাকী খন্দকার: গত ২৪ ঘন্টায় নতুন ২৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে নতুন ১জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ১১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে চলতি বছর ২১ জুন একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়িঁয়েছে ৮৩৫ জনের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২১ জন রোগী।
উল্লেখ্য ২১ জুন (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তর প্রথম ১ জনের মৃত্যু সংবাদ জানিয়েছে। উল্লেখ্য গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। বছরের প্রথম ১জন ডেঙ্গু জ¦রে সংক্রমিত হয়ে মৃত্যু।
উইমেনআই২৪//ইউ//২২-০৬-২০২২/৫:২৩ পিএম//