শাকী খন্দকার: সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা সংসদে বলেছেন, শত বাধা-বিপত্তি, ষড়যন্ত্র পেরিয়ে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী শিখিয়েছেন, কীভাবে আলোর মশাল জ্বালিয়ে অন্ধকার দূর করা যায়।
আজ মঙ্গলবার (২১জুন) জাতীয় সংসদ অধিবেশনে বাজেটের ওপর সাধারন আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ঐ আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্যানেল সভাপতি এ বি এম তাজুল ইসলাম।
আলোচনায় অংশ নিয়ে সুর্বণা মোস্তফা বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত ছিল বলেই আজ ২০২২ সালে এসে বিএনপি নেতারা আরেকটি ’৭৫ ঘটনানোর হুমকি দিচ্ছে। কিন্তু বিএনপি ভুলে গেছে এটা ১৯৭৫ সাল নয়, এটি ২০২২ সাল। ’৭৫-এ আমরা শত্রু চিহ্নিত করতে পারিনি, কিন্তু এখন সব শত্রুরা চিহ্নিত।
তাদের কোন ষড়যন্ত্রই এদেশের মাটিতে বাস্তবায়িত হবে না। এ সময়ে সুর্বণা মোস্তফা চলতি বাজেটে সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে আরো বলেন, যে কোন গণতান্ত্রিক সংগ্রামে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই তাদের কথা এবং বাঙালির সংস্কৃতি কালচারে বরাদ্দ অগ্রাধিকারের দাবি জানান তিনি।
উইমেনআই২৪ডটকম//জ//২১-০৬-২০২২//১০.৫৯ পিএম