শাকী খন্দকারঃ৷ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফল উৎসব সংসদের ঐতিহ্য। তিনি এভাবেই ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান জানান।
আজ সোমবার তিনি জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত 'ফল উৎসবে প্রধান অতিথি'র বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় স্পিকার ফল উৎসবের আয়োজন করার জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউ'র সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, গাঁজর, বিলাতী গাব, জামরুল ইত্যাদি। স্পিকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।
উইমেনআই২৪ডটকম//এল//9.24 pm