ঠাকুরগাঁও থেকে: বেসরকারি টেলিভিশন গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিক ও কলাকুশলীদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার শহরের চৌরস্থায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, সদস্য গোলাম সারোয়ার স¤্রাট, রেজওয়ানুল হক রিজু, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান মিঠু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবেরসহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে অবিলম্বে বিচারের জোর দাবি জানান।
উইমেনআই২৪//ইউ//১৮-০৬-২০২২//৫:৫৪ পিএম//