শাহীন মোলহেম: গত এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল-ডাল-চিনি আটা ময়দাসহ সুজি প্রায় সব পণ্যেরই। কাজে আসছে না পরিস্থিতি সামালে ভোক্তা অধিকারের অভিযান। গরমে চরম অবস্থা বিরাজমান বাজারের প্রতিটি নিত্যপণ্যের।
দেশের প্রতিটি বাজারের চড়া দামে ক্রেতা-সাধারণের নাভিশ্বাস। এর অন্যতম কারণ ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। নতুন চাল বাজারে আসতে শুরু করেছে। এ সময় দাম কম থাকার কথা। কিন্তু গত কয়েক দিন ধরে চালের দাম ফের বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিপ্রতি ৩ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে চালের দাম বাড়ায় এ প্রভাব পড়েছে খুচরা বাজারে ব্যবসায়িদের দাবি। প্রায় সব ধরণের চালের বস্তায় ৫০ টাকা করে দাম বেড়েছে অত্যন্ত ২০০ টাকা। এর পিছনে পুরানো অজুহাত সিন্ডিকেট। ঈদের পর থেকে বাজার গরম । সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল-ডাল-আটা, ময়দা-সুজিসহ প্রায় সব পণ্যেরই।
পরিস্থিতি সামাল দিতে অভিযানেও হচ্ছে না কাজ। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহম্মদ শাহরিয়া জানিয়েছেন, আমরা ব্যবসায়িদের বলে দিয়েছি সরকার নির্ধারিত মুল্যের চেয়ে কোন পণ্য বেশী দামে বিক্রি করা যাবেনা। কয়েকটি অভিযোগে শুক্রবার কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এদিকে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংশয় কাজ করছে আগামী বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি কোন দিকে মোড় নিবে সবই নির্ভর করছে।
উইমেনআই২৪ডটকম//জ//২৭-০৫-২০২২//০৬.২৩ পি এম