উইমেনআই২৪ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গৌতম চক্রবর্তীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম চক্রবর্তী। কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গৌতম চক্রবর্তীর মরদেহ দেখতে হাসপাতালে যাচ্ছেন।
উইমেনআই২৪ডটকম//জ//২৭-০৫-২০২২//০২.৫১ পি এম