উইমেনআই২৪ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও রাজধানীর রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জংগী সংগঠন হুজিবির প্রতিষ্ঠাতা আমির মুফতি আব্দুল হাইকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৫) সন্ধ্যায় র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে র্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন,জংগী সংগঠন হুজিবির প্রতিষ্ঠাতা আমির এ ব্যক্তি গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও রাজধানীর রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
উইমেনআই২৪ডটকম//জ//২৫-০৫-২০২২//০৯.১১ পি এম