শাহীন মোলহেম: গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ২২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানিয়েছেন।
বুলেটিনে বলা হয়েছে, আজও দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে, তবে কারো মৃত্যু হয়নি। নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে মহানগরীতে ১৯ জনসহ ঢাকা বিভাগের গাজীপুরে ২ জন, নারায়নগঞ্জে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৩ জন ও খুলনায় সংক্রমিত হয়েছে ১ জন।
এছাড়া এপর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এপর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৫ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১হাজার ৬০০ জন। একদিনে নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬৬০ জনের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬১৬ জনের।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, ১ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ২৭৬ জনের। সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ আর সুস্থ ৯৭ দশমিক ৩৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
উইমেনআই২৪//ইউ//২৫-০৫-২০২২//৫:৫১ পিএম//