শাহীন মোলহেম: দেশে মোট ২৯ কোটি ৪১ লাখ ৭ হাজার টিকাদান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এম আই এস ও লাইন ডিরেক্টর এইচআইএসএন্ড ই-হেলথ এর পরিচালক অধ্যাপক ডা. শাহাদাত হোসেন টিকা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
বুধবার দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের টিকা কর্মসূচি চলমান জানিয়ে তিনি বলেন, ‘টিকা কর্মসূচির শুরু থেকে মঙ্গলবার (২৪মে) দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, ১২ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ৫২০ ডোজ। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে, ১১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৮৭২ ডোজ সর্ম্পন্ন হয়েছে।
বুলেটিনে আরো বলা হয়েছে, এ পর্যন্ত বুস্টার দেওয়া হয়েছে- ১কোটি ৪৫লাখ ৪৩ হাজার ৪০৮ ডোজ। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে, ৭হাজার ২৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে, ৭হাজার ৯১৩জনকে।
একদিনে বুস্টার দেওয়া হয়েছে একলাখ ১৯ হাজার ৬৮৯ জনকে। এছাড়া গত বছর ১ নভেম্বর বাংলাদেশে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এপর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ সর্বমোট দেওয়া হয়েছে, ৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৪৫৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে, ১ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৩১ প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৯ লাখ ২০ হাজার ৪২৫ ডোজ। গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা নিয়েছে ২০০ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন, ২ হাজার ১৯৭ জন। এসব টিকা দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
বুলেটিনে আরো বলা হয়েছে, এপর্যন্ত ভাসমান জনগোষ্ঠীকে দুই লাখ ২৯ হাজার ৮৯২ ডোজ টিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে একদিনে ৩ হাজার ৯৪৭ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।
উইমেনআই২৪//ইউ//২৫-০৫-২০২২//২:৩৪ পিএম//