উইমেনআই২৪ডেস্ক: দুই বাংলার তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। শনিবার (১৪ মে) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল এবারের আসর। টেলিসিনে সোসাইটির আয়োজনে এবার দুই বাংলার শতাধিক শিল্পী অংশ নেন অনুষ্ঠানে।
এ বছর টেলিসিনে অ্যাওয়ার্ড বিগত বছরগুলোর তুলনায় বিশেষ ছিল। কারণ, করোনার কারণে পরপর দুবার এ আয়োজন করা যায়নি। তাই টানা তিনবারের আয়োজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০১৯, ২০২০ ও ২০২১ নিয়ে ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড।
২০২১ সালের বাংলাদেশ অংশের সিনেমাগুলোর মধ্যে অ্যাওয়ার্ডে জায়গা করে নেয় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। আরিফিন শুভ অভিনীত এ সিনেমাটি এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড আসরে জিতে নেয় দুটি পুরস্কার। সেরা সিনেমা এবং সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জেতে ‘মিশন এক্সট্রিম’।
এদিকে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলেছিল। ঈদে ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি দেওয়া হয়েছিল। তবে নতুন খবর হলো, মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব ‘ব্লাকওয়্যার’ আসছে খুব শিগগিরই। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সানি সানোয়ার।
উইমেনআই২৪ডটকম//জ // ১৮-০৫-২০২২//০১.৫৭ পি এম