উইমেনআই২৪ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আরেকটি শতরানের জুটি পেল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের চতুর্থ উইকেট জুটি এই সেঞ্চুরি স্পর্শ করেছে ২১৩ বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৭ রান। লঙ্কানদের থেকে এখনও পিছিয়ে ৫০ রানে।
৯৮ রানে অবিচ্ছিন্ন থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন মুশফিক ও লিটন। বৃষ্টি বাগড়ার পর চতুর্থ দিন খেলা শুরু হলে প্রথম ওভারেই পৌঁছে যান তারা জুটির শতকে।
আধঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় সেশনগুলোর সময়ও পিছিয়ে গেছে। প্রথম সেশন হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ৪০ মিনিটের লাঞ্চ বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন। চলবে ৩টা ১০ পর্যন্ত। ২০ মিনিটের চা-বিরতির পর খেলা চলবে সাড়ে পাঁচটা পর্যন্ত।
এদিকে প্রথম সেশনে উইকেট না হারালেই টাইগারদের কাজ সহজ হবে বলে মনে করছেন দলটির ব্যাটিং কোচ জেমি সিডন্স। এই অজি কোচ মনে করেন, দলের অন্যতম সেরা ব্যাটসম্যানরা এখনো আছে বলেই টাইগারদের কাছে বেশি প্রত্যাশা থাকবে। মুশফিক ও লিটনের মাঝে কেউ আউট হলেও এখনো ব্যাটিংয়ের সুযোগ আছে তামিমের। আর সাকিব আল হাসান এখনো ব্যাটিংয়ে নামেননি। এছাড়া নাঈম হাসানও আছেন আট নম্বরে।
রানপ্রসবা চট্টগ্রামে রাজত্ব করবে ব্যাটাররা--শুরু থেকেই এমন আভাস পাওয়া যাচ্ছিল। টস জিতে সফরকারীদের ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরা জবাবটা দিচ্ছে ঠিকঠাক। তামিম ও লিটনের ১৬২ রানের উদ্বোধনী জুটির পর দলকে পথ দেখাচ্ছেন মুশফিক ও লিটন।
উইমেনআই২৪ডটকম//জ // ১৮-০৫-২০২২//০১.৩৪ পি এম