উইমেনআই২৪ ডেস্ক: শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রথমবারের মতো অধিবেশন শুরুর দিনে সংসদ সদস্যদের ভোটাভুটিতে জয় পেলেন গোতাবায়া।
মঙ্গলবার (১৭ মে) পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ১১৯টি ভোট পড়ে। তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয় প্রধান বিরোধীদল সামাগি জানা বেলাওয়েগায়া। তবে এর বিরোধীতা করে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা ও নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ভূমিকার প্রতিবাদে শ্রীলঙ্কায় মাসখানেকেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হলেও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা কলম্বোর একটি বিক্ষোভকেন্দ্রে হামলা চালালে পরিস্থিতি বদলে যায়।
এরপর সরকার সমর্থক ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ৯ জনের প্রাণ কেড়ে নেয়, আহত করে ৩০০র বেশি মানুষকে।
মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ করতে হয়, তবে তার ভাই প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে এখনও স্বপদে বহাল।
দেশের এই অবস্থার জন্য শ্রীলঙ্কার বেশিরভাগ নাগরিক প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে এবং তার পরিবারকে দায়ী মনে করছেন। তারা গোটাবায়ার পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।
উইমেনআই২৪ডটকম//জ // ১৮-০৫-২০২২//১০.১৮ এ এম