উইমেনআই২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এক নামেই পরিচিতি পাওয়া এই দল একের পর এক রেকর্ড গড়ে বিশ্বব্যাপী খ্যাতির শীর্ষে রয়েছে। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ এর আসর বসেছিল রোববার রাতে। লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনাতে আয়োজিত এবারের আসরে উপস্থাপনা করেন সিন দিদি কম্বস।
এ বছর ছয়টি মনোনয়ন পেয়েছিল কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস। এর মধ্যে সুপারহিট ‘বাটার’ গানের জন্য সেরা দ্বৈত বা দলগত গান, সেরা বিক্রিত গানের শিল্পী ও সেরা বিক্রিত গান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে তারা। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই তিন ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুললো বিটিএস।
এ বছর সেরা শিল্পী ও সেরা পুরুষ শিল্পী নির্বাচিত হয়েছেন ড্রেক। সেরা নবাগত শিল্পী, সেরা নারী শিল্পী, সেরা রেডিও গানের শিল্পী নির্বাচিত হয়েছেন অলিভিয়া রদ্রিগো। সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের শিল্পী ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছেন অলিভিয়া। বিলবোর্ডের সেরা ২০০ শিল্পী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের বাইরে সেরা বিলবোর্ড গ্লোবাল শিল্পী নির্বাচিত হয়েছেন এড শিরান।
বর্তমানে বিশ্বের অন্যতম সংগীত উন্মাদনার নাম বিটিএস। দক্ষিণ কোরিয়ান ছেলে ব্যান্ড বিটিএস এর আরেক নাম 'ব্যাংটান বয়েজ'। ২০১০ সালে গঠিত এই ব্যান্ড দল ২০১৩ সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের অধীনে আত্মপ্রকাশ করেছিল। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড ‘বিটিএস’। যাদের জনপ্রিয়তা শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, রয়েছে বিশ্বব্যাপী।
বিটিএস তাদের গানের ট্র্যাক এবং মিউজিক ভিডিওর মধ্য দিয়ে দেশের সীমা পার করে আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে হয়ে উঠেছে বিশ্বসেরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি গান বিক্রি হওয়া সংগীতশিল্পীর সিংহাসনে বসলো বিটিএস। - হিন্দুস্থান টাইমস
উইমেনআই২৪ডটকম//জ// ১৭-০৫-২০২২//০৭.১৯ পি এম