শাহীন মোলহেম: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩৭ জনের করোনা শনাক্ত হয়। এপর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ১৮ জনে। এপর্যন্ত মারাগেছেন ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭জন। এছাড়া নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৪হাজার ২৭৫ জনের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৯০ জনের । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, কোটি ৪০লাখ ৫৭ হাজার ৮৩৫ জনের।
মঙ্গলবার শনাক্ত ৩২জন নতুন রোগীর মধ্যে ঢাকা মহানগরীতে শনাক্ত ২৬জন আর ফরিদপুরে একজন, আর সিলেটে একজন নারায়ণগঞ্জ একজন, টাঙ্গাইলে একজন, চট্টগ্রামে ১, ঠাকুরগাঁ একজন করে নতুন রোগী শনাক্তে হয়েছে। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
উইমেনআই২৪ডটকম//জ// ১৭-০৫-২০২২//০৫.১১ পি এম