উইমেনআই২৪ ডেস্ক: ধেয়ে আসছে সমুদ্রের ঢেউ। সৈকত থেকে খানিকটা দূরে কোমরপানিতে দাঁড়িয়ে জাকিয়া বারী মম। মাথায় শোভা পাচ্ছে ওড়না দিয়ে তৈরি পাগড়ি। চোখে রোদ চশমা। কানে দুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। সমুদ্রের মতোই তার চোখ-মুখে আনন্দের ঢেউ! ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মম। তাতে এমন দৃশ্য দেখা যায়।
বেশ কিছু দিন ধরে বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মম। কখনো পাহাড়ে কখনো বা সমুদ্রে। সমুদ্র দর্শনের এসব ছবি ফেসবুকে পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘সমুদ্র স্নান’। তবে কবে সমুদ্রে দর্শনে গিয়েছিলেন তা জানা যায়নি।
উইমেনআই২৪ডটকম//জ// ১৭-০৫-২০২২//০৪.২৯ পি এম