শাহীন মোলহেম: ঢাকায় বেড়েছে ডেঙ্গুর প্রভাব। ইতিমধ্যে ১২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন। ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ছাড়া দেশের কোথাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ২১ জন ভর্তি আছে। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২১ জন এবং অন্যান্য বিভাগে কোন ভর্তি নেই। এপর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছেন,এবছর ফেরুয়ারীতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২০জন,মার্চে ২০জন,এপ্রিলে ২৩ জন এবং (১৭মে) পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৫জন। অধিদপ্তরের তথ্য বলছে, বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। এছাড়া মারা গেছেন ১০৫ হন। যাদের অধিকাংশই রাজধানীবাসী।
উইমেনআই২৪//ইউ//১৭-০৫-২০২২//৪:১১পিএম//