শাহীন মোলহেম: স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন। ২৪ ঘন্টায় ঢাকার নতুন ডেঙ্গু রোগী ৩ জন হাসপাতালে ভর্তি। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ছাড়া দেশের কোথাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
শনিবার (১৪মে ) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন ভর্তি আছে। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫ জন এবং অন্যান্য বিভাগে কোন ভর্তি নেই। এপর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানিয়েছে অধিদপ্তর।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে,গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ হন, যাদের অধিকাংশই রাজধানীবাসী। গত বছর ১ জানুয়ারি-৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
উইমেনআই২৪ডটকম//জ// ১৪-০৫-২০২২//০৫.২৩ পি এম