উইমেনআই২৪ ডেস্ক: জেনিথ সেইন্ট পিটাসবার্গসহ চারটি রাশিয়ান ফুটবল ক্লাব ইউরোপীয়ান আসর থেকে নিষেধাজ্ঞার ব্যপারে উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।
ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের কারনে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ২০২২-২৩ মৌসুমে ইউরোপীয়ান কোন ক্লাব প্রতিযোগিতায় রাশিয়ান কোন ক্লাবের অংশগ্রহণের ব্যপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
জেনিথের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেনিথ ফুটবল ক্লাবের এই আপিলের প্রতি সমর্থন জানিয়েছেন ডিনামো মস্কো, এফসি সোচি ও পিএফসি সিএসকেএ মস্কো। দ্রুততার সাথে যেন এর সমাধান করা হয় এ ব্যপারে তারা ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেছে।’
সুইস ভিত্তিক কোর্টটি এ ব্যপারে তাৎক্ষনিক মন্তব্য করেনি। উয়েফার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর সাথে স্পন্সরশীপ চুক্তি বাতিল করেছে নাইকি।
উল্ল্যেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনা করে রাশিয়া। যা এখনো অব্যাহত আছে।
উইমেনআই২৪ডটকম//জ// ১৪-০৫-২০২২//০৫.০০ পি এম