উইমেনআই২৪ ডেস্ক: জমকালো আয়োজনের মধ্যদিয়ে অস্কারের ৯৫তম আসর হলিউডের ডলবি থিয়েটারে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। খবর ভ্যারাইটির।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯৫তম অস্কারে সাধারণ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য চলচ্চিত্র জমাদানের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর। ২১ ডিসেম্বর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হবে। সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাই প্রক্রিয়া শেষ হবে ৩১ ডিসেম্বর। এরপর ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে মনোনয়নের ভোট হবে। ২৪ জানুয়ারি মনোনয়ন ঘোষণা হবে। চূড়ান্ত মনোনয়নের ভোট হবে ২ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে।
২০২২ সালের অস্কার নিয়ে এখনো আলোচনা চলছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৪তম ওই আসর গত ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় ডলবি থিয়েটারে, একনজরে ৯৪তম অস্কার বিজয়ীদের তালিকা-
সেরা সিনেমা ও সেরা অনূদিত (অ্যাডাপ্টেড) চিত্রনাট্য: কোডা
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন
সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার
সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস
সেরা এনিমেটেড সিনেমা: অ্যানচ্যান্টো
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টেমি ফে
প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল ইফেক্ট, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ও সম্পাদনা: ডুন
মৌলিক সঙ্গীত: ডুন
সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
শর্ট ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবলর
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা
উইমেনআই২৪ডটকম//জ// ১৪-০৫-২০২২//০৪.১৭ পি এম