উইমেনআই২৪ প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে বহুতল ভবন থেকে নিচে পড়ে তেজগাঁও পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। নিহত আল আমিন হোসেন রাজু (২৪) চাঁদপুর জেলার মো. জামাল মিয়ার পুত্র।
তিনি জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কদমতলী থানার স্মৃতিধারা আবাসিক এলাকার একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিনের খালাতো ভাই মো. সিফাত জানান, স্মৃতিধারা আবাসিক এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে আল আমিন হোসেন রাজু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে, কীভাবে এ ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি কোন কিছু জানাতে পারেননি তিনি।
ওসি বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
উইমেনআই২৪ডটকম//জ// ১৪-০৫-২০২২//০৩.২৪ পি এম