উইমেনআই প্রতিবেদক:
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাংবাদিক পাভেল হায়দার চৌধুরীর পিতা এহতেশাম হায়দার চৌধুরী ওরফে মিলন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। ডিইউজে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ মঙ্গলবার বাদ আসর ফেনীর দৌলতপুর চৌধুরী পাড়ায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার সকালে ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার দৌলতপুর গ্রামের চৌধুরী বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এহতেশাম হায়দার চৌধুরী স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উইমেনআই২৪ ডটকম//এল// 8.45 pm