উইমেনআই২৪ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম তাহসিব হুসাইন। তিনি আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাএ ছিলেন।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ ও সহপাঠী সূত্রে জানা গেছে, নিহত তাহসিবের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। গত ১লা মে সকালে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে যাচ্ছিল তাহসিব। এ সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে একটি বাসের ধাক্কায় পড়ে যান তিনি। এতে তার মাথার পিছনের হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তাকে তৎক্ষণাৎ ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। পরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিভাগের সভাপতি ড. ইয়াকুব আলী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীকে হারানো খুব বেদনাদায়ক। তাহসিবের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা বিভাগের পক্ষ থেকে দোয়ার আয়োজন করবো।’
উইমেনআই২৪ডটকম//জ// ০৭-০৫-২০২২//০৪.৫০ পি এম