উইমেনআই ডেস্ক:
বেলারুশে এক ভিন্ন মতালম্বী রাজনীতিকের প্রেমিকাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার সমাজে বিদ্বেষ ছড়ানোর দায়ে আদালত ২৪ বছরের সোফিয়া স্যাপেগাকে এ দণ্ড দেয়।
ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টারের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রেমিক রোমান প্রোটাসেভিকের সঙ্গে রুশ নাগরিক সোফিয়া গ্রিসের এথেন্স থেকে লিথুনিয়ার ভিলনিউসে ২০২১ সালের মে মাসে বিমানযোগে যাচ্ছিলেন। ওই বিমানটি বেলারুশ কর্তৃপক্ষ মিনস্কে নিয়ে আসে এবং তাদের গ্রেপ্তার করে।
লাটভিয়ার রিগায় রোমান প্রোটাসেভিক ও সোফিয়ার প্রতিকৃতি হাতে এক নারী। ছবি: আল জাজিরা।
সোফিয়ার প্রেমিক ব্লগার রোমান প্রোটাসেভিক বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
তখন বিমানের ওই ফ্লাইটে বোমা আছে- এমন তথ্য ছড়িয়ে তা অবতরণে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। পরে দেখা যায়, বোমার ওই হুমকি ছিল একেবারেই মিথ্যা। তখনই প্রোটাসেভিক ও সোফিয়াকে গ্রেপ্তার করা হয়।
উইমেনআই২৪ডটকম//এল// 7.40pm