উইমেনআই২৪ ডেস্ক: কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের প্রাণহানি হয়েছে। পিকআপের চাপায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফিরোজ মন্ডল (৪৫) ও মাদরাসাছাত্র সামিরুল (১০)। তারা রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানায়, পাংশা থেকে ছেড়ে আসা সিএনজি যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। গাড়িটি খোকসার পাইকপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ ও তার ভাই সামিরুল মারা যান। দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক পালিয়ে যান।
এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হন। ইতি খাতুন নামের এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রমা জানান, আহত নারী রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর থেকে চালক পলাতক আছেন। তবে গাড়ি আটক করা হয়েছে।’
উইমেনআই২৪//ইউ//০৪-০৫-২০২২//৬:২৬ পিএম//