শাহীন মোলহেম: ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে ৫ দিনে ১১ কোটি ৫০ লাখের অধিক টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টাঙ্গাইল সাইট অফিসের সেতু টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ,বঙ্গবন্ধু সেতুতে গত ২৭ এপ্রিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ কোটি ৪৯ লাখ ৫হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।
গাড়ি পাস হয়েছে ২৫হাজার ৪৪৭ টি আর হোন্ড পার হয়ে গেছে ১হাজার ৪৩৯ টি। এছাড়া ২৮ এপ্রিল তারিখে টোল আদায় হয়েছে ২৭ লাখ ৭২ হাজার ৬৮০ টাকা । গাড়ী পাস হয়েছে ৩৩হাজার ৭৪৪টি আর হোন্ডা পাস হয়েগেছে ৫ হাজার ২৪১টি। একিকে ২৯ এপ্রিল টোল আদায় হয়েছে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা। গাড়ী পাস হয়ে গেছে ৪২ হাজার ১৩৯টি । হোন্ড পাস হয়ে গেছে ৮হাজার ৯১২ টি।
প্রবীর কুমার ঘোষ আরো বলেন, ‘৩০ এপ্রিল আজ হয়েছে ৩ কোটি ১৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। গাড়ী পাস হযেগেছে, ৪৪ হাজার ২৭৪টি আর হোন্ড ৯হাজার ২০৭টি। গত রোববার (১ মে) টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ১হাজার ৩০০ টাকার। গাড়ী পাস হয়েগেছে ৩৪হাজার ৪৬৯ আর হোন্ডা পাস হয়েছে ৫হাজার ৭৭৮টি। মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সর্বোচ্চ গাড়ী পার হয়েছে মোট ৪২ হাজার ১৩৯টি যানবাহন ‘
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টাঙ্গাইল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘গত বছর মহামারির কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও সেতু পারাপার হওয়া ছোট গাড়ি, প্রাইভেট কার, পিকআপ ভ্যান,মোটরসাইকেল এবং অন্যান্য হালকা গাড়ির সংখ্যা বেশি ছিল।’
বাপ্পী বলেন, ‘এবার ভারী গাড়ির সংখ্যা বেশি হওয়ায় পাশাপাশি সম্প্রতি টোলের হার বাড়ানোয় গত ঈদের তুলনায় যানবাহনের সংখ্যা কম হলেও বেশি টোল আদায় হয়েছে, যোগ করেন তিনি। উল্লেখ্য,বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরের ১৬টি জেলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টিসহ মোট ২১টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে দিনে ১২-১৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এই যাত্রায় ৪২ হাজার ছাড়িয়েছে।’
উইমেনআই২৪//ইউ//০২-০৫-২০২২//৪:০৫ পিএম//